অনলাইন ডেস্ক
দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
গণনা শেষে রাতে রিটার্নিং অফিসার আরিফুল হক বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ২৭ হাজার ২৭৬ পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীর্ষ প্রতীক নিয়ে মো. শহিদুল ইসলাম পেয়েছেন দুই হাজার ৬০৪ ভোট।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) হাফিজ উদ্দিন পেয়েছেন ৮৭৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান (নারিকেল গাছ) ৭৯৫ ভোট ও এম এ কাদের মোল্লা (মোবাইল ফোন) পেয়েছেন ৩০১ ভোট।
এবার পৌরসভায় ২৫টি ভোট কেন্দ্রের ১৫০টি বুথে ৫৩ হাজার ৩৭৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩২ হাজার ২৪৪ জন ভোটার।
নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডে ৪০ জন পুরুষ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত নারী আসনে ৯ জন নারী কাউন্সিলর প্রার্থীর মধ্যে সাধারণ ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন, ১ নং ওয়ার্ডে খায়রুল ইসলাম (উট পাখি), ২ নং ওয়ার্ডে সোহেল রানা রানু (পানির বোতল), ৩ নং ওয়ার্ডে মো. মকবুল হোসেন (ডালিম), ৪ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (ব্ল্যাকবোর্ড), ৫ নং ওয়ার্ডে মতিউর রহমান স্বপন (পাঞ্জাবি), ৬ নং ওয়ার্ডে আব্দুস সাত্তার মুন্সী (টেবিল ল্যাম্প), ৭ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম তুষার (পানির বোতল), ৮ নং ওয়ার্ডে আওলাদ হোসেন, ৯ নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন সাগর (উটপাখি)।
সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিজয়ীরা হলেন, ১, ২, ৩ নং ওয়ার্ডে নার্গিস আক্তার (আনারস), ৪, ৫, ৬ নং ওয়ার্ডে পারভীন আক্তার (আনারস), ৭, ৮, ৯ নং ওয়ার্ডে রুমা বেগম (জবা ফুল)।
কাউন্সিলর প্রার্থীদের অধিকাংশ নতুন মুখ। পুরাতনদের অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সামগ্রিক ভাবে ভোট ছিল অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। সকল দলের প্রার্থীর অংশগ্রহণ ছিল এই নির্বাচনে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে পৌর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা