মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে জেলা পুলিশের পক্ষ থেকে বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়ি চিহ্নিত করন স্টিকার লাগালো পুলিশ। এসময় প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন পালন করার পরামর্শ দিচ্ছে পুলিশের পক্ষ থেকে।
আজ রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলায় সদ্যদেশে ফেরা ৫৪ টি প্রবাসীদের বাড়িতে গিয়ে বাড়ীর মূল ফটকে বিদেশ ফেরত ব্যক্তির নাম ঠিকানা, সহ হোম কোয়ারেন্টাইনে থাকার দিনক্ষণ ও বিভিন্ন দিক-নির্দেশনা উল্লেখ করে স্টিকার লাগিয়ে দেয় পুলিশ।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)তদন্ত গাজী সালাউদ্দিন জানান, এতে করে আশ-পাশের লোকজন সঠিকভাবে জানতে পাড়বে বিদেশ ফেরত ব্যক্তিটি মেয়াদ শেষ না করে ঘর থেকে বের হলো কিনা । তাই জেলা পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে । এছাড়াও জেলার সব উপজেলায়ই এই পদ্ধতী ব্যবহার করা হচ্ছে বলেও তিনি জানান।
আরোও পড়তে পারেন : এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু