মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে মাসের প্রথমদিনই নতুন করে আরো ৩০ জন করোনা শনাক্ত হলো। এনিয়ে জেলায় করোনা রোগী শনাক্ত হলো ১০৯ জনে। নতুন শনাক্তের মধ্যে ২ জন চিকিৎসক, ৩ জন নার্স, ১ জন ব্রাদার ও সিভিল সার্জন অফিসের ১ জন স্যানেটারী ইনিসপেক্টর রয়েছে। আজ শুক্রকার(১লা মে) দুপুর ২ টার দিকে সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন শনাক্তের মধ্যে সদর উপজেলায় ৮ জন, এর মধ্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের এক জন ব্রাদার ও সিভিল সার্জন অফিসের এক জন স্যানেটারী ইনিসপেক্টর রয়েছে। গজারিয়া উপজেলায় ২ জন, এরা দু’জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। সিরাজদিখান উপজেলায় ৯ জন, এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন জন নার্স রয়েছে। এছাড়া, টঙ্গীবাড়ি উপজেলায় ২ জন, শ্রীনগর উপজেলায় ১ জন ও লৌহজং উপজেলায় ৮ জন রয়েছে।
তিনি জানান, গত ২৬ তারিখে ঢাকার আইইডিসিআর এ পাঠানো নমুনা থেকে ২৮ টি ও গত ২৯ তারিখ ঢাকার নিপসম এ পাঠানো নমুনার ২ টি রিপোর্ট পজেটিভ এসেছে। এছাড়াও আইইডিসিয়ারে পাঠানো গত ২৪ এপ্রিলের ৩২টি ও ২৭ এপ্রিলের ২৩টি নমুনার রিপোর্ট এখনও আসেনি বলেও তিনি জানান। আজকে ৬৬টি নমুনা পাঠানো হয়েছে নিপসমে।