অনলাইন ডেস্ক
মুন্সীগঞ্জে গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও বাড়িঘর ভাঙচুর, আহত ১০মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সদর উপজেলার চরাঞ্চলের খাসকান্দি গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার(৬মে)সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।এ বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্র্জা(ওসি)আনিচুর রহমান জানান, কিছুদিন পূর্বে মোল্লাকান্দি ইউনিয়নের খাসকান্দি গ্রামের নাসির হাওলাদার গ্রæপ ও নজরুল হাওলাদার গ্রæপের মধ্যে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় থানায় বিস্ফোরক মামলা হয়েছে। এরই পূর্বশত্রæতার জের ধরে গতকাল সন্ধ্যায় আবারও দুই গ্রæপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দু’গ্রæপের মধ্যে ককটেল বিষ্ফোরণ হয়। পূর্বের মামলায় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মুন্সীগঞ্জের সদর উপজেলার চরাঞ্চলের খাসকান্দি গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার(৬মে)সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্র্জা(ওসি)আনিচুর রহমান জানান, কিছুদিন পূর্বে মোল্লাকান্দি ইউনিয়নের খাসকান্দি গ্রামের নাসির হাওলাদার গ্রæপ ও নজরুল হাওলাদার গ্রæপের মধ্যে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় থানায় বিস্ফোরক মামলা হয়েছে। এরই পূর্বশত্রæতার জের ধরে গতকাল সন্ধ্যায় আবারও দুই গ্রæপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দু’গ্রæপের মধ্যে ককটেল বিষ্ফোরণ হয়। পূর্বের মামলায় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।