মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার দেওভোগ এলাকার সৌদি প্রবাসী নাসিরউদ্দিন নামের এক ব্যক্তির ফেইজবুক আইডি থেকে জেলায় করোনা ভাইরাস নিয়ে মিথ্যা স্ট্যাটাস গুজব ভাইরাল করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬ টার দিকে সৌদি আরব থেকে তার নিজের ফেইজবুক আইডিতে এই মিথ্যা স্ট্যাটাস দেন তিনি।
“তার স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো, অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের মুন্সীগঞ্জ জেলার পশ্চিম দেওভোগ গ্রামের ২ জন ইতালি ফেরত প্রবাসী করোনা ভাইরাসের পজেটিভ পাওয়া গেছে। তারা ইতালি থেকে কিছুদিন আগে দেশে এসে আত্মগোপন করে লুকিয়ে ছিল, আজকে পুলিশের মাধ্যমে তাদের কে বের করে নিয়ে যাওয়া হয়। জানিনা তারা এই ভাইরাস কত জনের শরীলে দিয়ে গেছেন। আল্লাহ আমাদের সবাই কে এই কঠিন ভাইরাস থেকে হেফাজত করুন আমিন।”
তার এই স্ট্যাটাসটি পোস্ট করার পর থেকে ঘটনার সত্যতা যাচাই না করেই অন্যান্য ফেইজবুক ব্যবহার কারীরা তাদের অাইডিতে শেয়ার করতে থাকে যা সঠিক নয়। মুহুর্তেই দেওভোগ এলাকা থেকে শুরু করে অন্যত্র ছড়িয়ে পরে এ গুজব আতংক ।
এঘটনায় প্রবাসী নাসির উদ্দিন এর বড় ভাই এম এ হালিম জানান, আমার ভাই না বুঝে ফেইজবুকে এ ধরনের গুজব প্রচার করে। সে সৌদি আরব প্রবাসী, আমরা তার সাথে কথা বলে তার স্ট্যাটাসটি কেটে দিয়েছি। এবং গুজব রোধে সচেতনতার লক্ষে তার ফেইজবুক আইডিতে আরেকটি স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেয়েছি ।
এবিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিচুর রহমান জানান, নাসির উদ্দিন নামের একজন ব্যক্তি তার ফেইজবুক আইডি থেকে যে স্ট্যাটাস দেন তা মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা পরবর্তীতে খোঁজ খবর নিয়ে তার আপন ভাইকে সকালে নিয়ে আসি। তার ভাই জানান ভাইয়ের দেয়া স্ট্যাটাসের বিষয়টি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতিতে মুচলেকা নিয়ে তার বড় ভাইকে ছেড়ে দেই এবং এমন কাজ যাতে কেউ না করে আমি সকলকে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছি। #
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা