সিনিয়র স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানামুখি কর্মসূচি গ্রহণ করেছে সমাজসেবা অধিদফতর।
মঙ্গলবার (১৭ মার্চ) দিবসটি পালন উপলক্ষে সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে বেলা ১১ টা ২৫ মিনিটে সমাজসেবা অধিদফতরের জামে মসজিদে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের মাগফেরাত ও প্রধানমন্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হবে। এর পাশাপাশি একশটি বেলুন উড়ানো, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সমাজসেবা অধিদফতরের উপপরিচালক (গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও গণসংযোগ) মোঃ সাজ্জাদুল ইসলাম জানান, আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে কেন্দ্রীয় অনুষ্ঠানটি হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব হাম্মদ জয়নুল বারী। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম।
একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে জেলা, উপজেলায় অবস্থিত সমাজসেবা অধিদফতরের কার্যালয়সমূহ ও সমাজসেবা অধিদফতর পরিচালিত প্রতিষ্ঠানে (শিশু পরিবার ও অন্যান্য প্রতিষ্ঠান) রচনা প্রতিযোগিতা, বেলুন উড়ানো, কেক কাটার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিশ্রদ্ধা ও ভালোবাসায় সারাদেশে দিবসটি উদযাপন করা হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা