জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার শুক্রবার (৬ মার্চ) দুপুরে এক বিবৃতিতে বলেছেন, মুজিববর্ষে বাংলাদেশ সরকার আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো এবং তাঁর এ আমন্ত্রণ গ্রহণ করে মুজিববর্ষের অনুষ্ঠানে যোগদানের বিষয়ে বিএনপিসহ কতিপয় ধর্মভিত্তিক রাজনৈতিক দল যে বিরোধীতা করছে তা শুধু কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থীই নয়, দেশের স্বার্থ বিরোধী বস্তাপচা সস্তা নেতিবাচক রাজনীতি মাত্র।
জাসদ নেতৃদ্বয় বলেন, ভারতের নাগরিকত্ব সংশোধন আইন বা একে কেন্দ্র করে দিল্লী দাঙ্গাকে বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক কূটনীতিক সম্পর্কের মধ্যে টেনে আনা অথবা আমেরিকা, চিন, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব বা বাংলাদেশের সাথে কূটনীতিক সম্পর্ক আছে এমন কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ কোনো বিষয়কেই সেই সকল রাষ্ট্রের সাথে বাংলাদেশের কূটনীতিক সম্পর্কের মধ্যে টেনে আনা কোনো বিবেচনাতেই বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়।
জাসদ নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দল-মহল-ব্যক্তিরই কূটনীতিক সম্পর্ক নিয়ে বস্তাপচা সস্তা নেতিবাচক রাজনীতি বা ছেলেখেলা পরিহার করা উচিৎ।
জাসদ নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক ভূমিকা স্মরণে রেখেই মুজিববর্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানানো এবং তাঁর সেই আমন্ত্রণ গ্রহণ বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে ও নতুন উচ্চতায় উন্নীত করবে।
নেতৃদ্বয় বলেন, মুজিববর্ষের রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির যোগদানকে দলগতভাবে জাসদ স্বাগত জানায়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা