অনলাইন ডেস্ক
শিল্প প্রতিষ্ঠান মালিকদের উদাসীনতা ও বিসিক কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে ১৬ বছরেরও পূর্ণতা পায়নি মেহেরপুর বিসিক শিল্প নগরী। জঙ্গল আর আগাছায় স্থানটি এখন অনেকটাই ভুতুড়ে। চালু থাকা নয়টি প্রতিষ্ঠানও চলছে ধুঁকে ধুঁকে। এতে মুখ থুবড়ে পড়েছে শিল্প এলাকাটি। উদ্যোক্তারা বলছেন, বার বার অভিযোগের পরও মিলছে না সমাধান। তবে সংকট সমাধানে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে বিসিক কর্তৃপক্ষ।
দেখে মনে হতে পারে কোনো পরিত্যক্ত স্থান। চারপাশে আগাছা আর জঙ্গল। মাঝের সরু সড়ক মনে করিয়ে দিবে গ্রামের মেঠো পথের কথা। দু-একটি স্থাপনা নির্মাণ হলেও, স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। মেহেরপুর বিসিক শিল্প নগরীর চিত্র এটি।
২০০৭ সালে ১০ একর জমিতে যাত্রা শুরু হয় মেহেরপুর বিসিক শিল্পনগরীর। এখানে ৭০টি প্লটের মধ্যে ৬৮টি প্লট বরাদ্দ দেওয়া হয় ৩৫টি শিল্পপ্রতিষ্ঠানকে। তবে এতদিনেও ৯টি প্রতিষ্ঠান ছাড়া অন্যরা স্থাপনা নির্মাণ ও পূর্ণাঙ্গ উৎপাদনে যেতে পারেনি। সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তার অভাবে প্রায়ই ঘটছে চুরি-ডাকাতির মতো দুর্ঘটনা। বিদ্যুৎ ও পানি সরবরাহও অপ্রতুল। নাজুক সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা। এমন সংকটের কারণে প্লট বরাদ্দ নিয়েও বেশ কিছু উদ্যোক্তা অবকাঠামো নির্মাণ করেননি।
এসব সংকটের জন্য শিল্প প্রতিষ্ঠানের মালিক ও বিসিক কর্তৃপক্ষের সমন্বয়হীনতাকে দুষলেন ব্যবসায়ী নেতারা। এছাড়া ব্যাংক ঋণসহ বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে এখানে শিল্প কারখানা গড়ে উঠছে না বলে মনে করেন তারা।
প্লট কিনেও যারা শিল্প তৈরি করছেন না তাদের তাগাদা দেওয়া হচ্ছে বলে জানালেন মেহেরপুর বিসিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক এনাম আহমেদ। সংকট সমাধানের চেষ্টা চলছে বলেও জানালেন তারা।
দ্রুত এই শিল্প নগরীতে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কারাখানাগুলো চালু করতে কর্তৃপক্ষ উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের