অনলাইন ডেস্ক
শুক্রবার (১১ আগস্ট) মুক্তি পাওয়া ৪০ সেকেন্ডের টিজারের একদম শুরুতে শোনা যায় মোশাররফ করিমের সংলাপ। তিনি বলছেন, ‘কুত্তা যদি ঘেউ ঘেউ না করলো, তাহলে সে কিসের কুত্তা! অল্প সময়ের টিজারটিতে দেখা যায় নৃশংসতা, অ্যাকশন, কমেডি আর হুব্বাকে ধরতে পুলিশের তৎপরতা। টিজারটি দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা। অনেকেই বলেছেন, সিনেমাটি দেখতে তারা মুখিয়ে রয়েছেন। কলকাতার পরিচালক বাংলাদেশের অসাধারণ অভিনেতাকে কাজে লাগাচ্ছেন বলে কেউ কেউ মত প্রকাশ করেছেন।
এর আগে ২০২১ সালে পরিচালক ব্রাত্য বসু ‘ডিকশনারি’ ছবি বানিয়েছিলেন মোশাররফ করিমকে নিয়ে। সে সময়ে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। আবার এই নির্মাতা-অভিনেতা যুগল ‘হুব্বা’তে হাজির হচ্ছেন। গত মাসে মুক্তি পেয়েছিল ‘হুব্বা’র ১১ সেকেন্ডের মোশন পোস্টার।
উল্লেখ্য, ছবিটি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন অবলম্বনে। হুগলি জেলার অপরাধজগতের সম্রাট ছিলেন হুব্বা। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে ডাকা হতো তাকে। খুন, মাদক পাচারসহ অসংখ্য অপরাধে অপরাধীকে যতবারই গ্রেফতার করেছে পুলিশ, প্রতিবারই জামিন পেয়ে গেছেন। একসময় ভোটেও দাঁড়াতে চেয়েছিলেন হুব্বা। ২০১১ সালে বৈদ্যবাটীর খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা