অনলাইন ডেস্ক
শনিবারে যুক্তরাজ্যের বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকেই এমন তথ্য জানানো হয়েছে। সূত্র: ডয়চে ভেলে
রাজা তৃতীয় চার্লস ১৭ শতকে তৈরি সেন্ট এডওয়ার্ড রাজ মুকুট পরিধান করবেন। তার অভিষেকের আগে মুকুটটিতে পরিবর্তনের কাজ করা হবে। এতদিন মুকুটটি লন্ডন টাওয়ারে সংরক্ষিত ছিল। দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর এবং তৃতীয় চার্লস রাজা হওয়ার পর মুকুটটি লন্ডন ব্রিজ থেকে নিয়ে আসা হয়।
বিবৃতিতে প্যালেস আরো বলছে, আগামী ৬ মে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে খাঁটি সোনা, রুবির আবরণযুক্ত, মণি, নীলকান্তমণি, পোখরাজ, টুম্যালিন খচিত মুকুটটিতে সামান্য পরিবর্তনের কাজ করা হবে।
এই মুকুটটির উপরের অংশ বেগুনি রঙের। এটির উচ্চতা (৩০ সেন্টিমিটার) এক ফুট। মুকুটটি বেশ ভারী।
এ মুকুটটি ১৬৬১ সালে রাজা দ্বিতীয় চার্লসের জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তীতে মুকুটটি চারশ বছর শুধুমাত্র রাজ্যাভিষেকের সময় মাথায় পরিধান করেছেন রাজা এবং রানিরা। কারণ মুকুটটি অনেক ভারী ছিল। ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জের অভিষেকের আগে মুকুটটি হালকা করতে কিছু পরিবর্তন করা হয়। কিন্তু তবুও এখনো এটির ওজন ২.২৩ কেজি।
রাজা তৃতীয় চার্লসও শুধুমাত্র অভিষেকের দিন এটি মাথায় দিবেন। অন্যান্য দিন ইম্পেরিয়াল স্টেট মুকুট পরিধান করবেন তিনি।
উল্লেখ্য আগামী বছরের ৬ মে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে স্ত্রী রানি কনসোর্ট ক্যামিলয়ারও রাজ্যাভিষেক হবে। ওই অনুষ্ঠানের পর ৮ মে যুক্তরাজ্যে সরকারি ছুটি থাকবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা