অনলাইন ডেস্ক
আজ বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের ইনানীর নৌবাহিনীর জেটিঘাটে নিয়ে আসা হয় মিয়ানমারের ওই ৩৩০ নাগরিককে। বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির তত্ত্বাবধানে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এসময় তাদেরকে সেদেশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
ইনানী জেটিঘাটে বেসরকারী জাহাজ ‘এমবি কর্ণফুলী’তে একে একে তোলা হয় তাদের। এরপর এই শিপে করে তাদের নিয়ে যাওয়া হয় নাফ নদীর বাংলাদেশের জলসীমায় এবং সেখানে অপেক্ষমান মিয়ানমারের জাহাজে তাদের স্থানান্তর করা হবে।
এর আগে বৃহস্পতিবার ভোর ৬ টায় টেকনাফের হ্নীলা হাইস্কুল ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজিয়ন এর বাস যোগে আশ্রিত মিয়ানমারের এসব নাগরিককে ইনানীতে নৌবাহিনীর জেটিঘাটে আনা হয়।
পালিয়ে আশ্রয় নেয়া মিয়ানমারের ৩৩০ নাগরিকরা বিভিন্ন পর্যায়ের সরকারি বাহিনী ও তাদের পরিবারের সদস্য। যাদের মধ্যে রয়েছে বিজিপি, সেনা, কাস্টমস, ইমিগ্রেশন ও পুলিশের সদস্য। ৪ থেকে ১০ই ফেব্র“য়ারি পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরীন সংঘর্ষের জেরে কয়েক ধাপে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় তারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা