অনলাইন ডেস্ক
গতকাল বুধবার প্রতিষ্ঠানটি জানায়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর আগের নিষেধাজ্ঞার সম্প্রসারণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর রয়টার্সের।
এর আগে গত ফেব্রুয়ারিতে টাটমাডোয়ের (মিয়ানমারের সামরিক বাহিনী) সঙ্গে যুক্ত সব সংস্থাকে তাদের প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত রাখার ঘোষণা দিয়েছিল মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট। সামরিক বাহিনীকে অর্থায়নের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সুশীল সমাজের কাছ থেকে পাওয়া নথিপত্রের ওপর ভিত্তি করে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ। অবশ্য এ বিষয়ে সামরিক বাহিনীর পক্ষে কোনো মন্তব্য জানতে পারেনি রয়টার্স। সামরিক জান্তার একজন মুখপাত্রের কাছে বক্তব্য জানতে চেয়ে ফোন করা হলেও তিনি উত্তর দেননি। অবশ্য এই মুখপাত্র গত ফেব্রুয়ারি থেকে ফেসবুকে নিষিদ্ধ আছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা