বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন গাঁজা এবং মিয়ানমারের মুদ্রাসহ মোঃ রুবেল (২৭) কে গ্রেফতার করেছে।
বুধবার ( ১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় রুবেলের কাছে ৫০ গ্রাম গাঁজা, ৫০ হাজার কিয়াত (মায়ানমারের মুদ্রা), ০২ টি মোবাইল ফোন ও ০১ টি মায়ানমারের সিমসহ আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ সেন্টমার্টিনের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার হাজির পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জানায় গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা