অনলাইন ডেস্ক
মঙ্গলবার সকাল ১০টায় জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান এ তথ্য জানান।
সালমা আক্তার প্রয়াত মেয়র শাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী।
নবনির্বাচিত মেয়র সালমা আক্তার শিমু বলেন, ‘আমি খুবই আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি তার স্বামীর অসমাপ্ত কাজ যেন শেষ করতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
গত ১১ ফেব্রুয়ারি মির্জাপুর পৌরসভার মেয়র শাহাদৎ হোসেন সুমন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর মেয়রের আসন শূন্য হয়ে যায়।
নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী, মেয়রের আসন শূন্য হওয়ার ৩ মাসের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে দিনক্ষণ পিছিয়ে গত ০৬ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
তবে এ নির্বাচনে শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা