অনলাইন ডেস্ক
ফেনী ও চট্টগ্রামের মিরসরাই সীমান্তে চোরাচালান বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের। রাত নামলেই বাড়ে চোরাকারবারিদের তৎপরতা। কয়েকটি সংঘবদ্ধ দল মিরসরাইয়ের এক নম্বর করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকার ফেনী নদীর আমলি ঘাট দিয়ে চোরাই পথে ভারত থেকে চিনি ও গরুসহ বিভিন্ন পণ্য আনছে। পাশাপাশি ঢুকছে মাদকও।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী চোরাকারবারে মদদ দিচ্ছে। চোরাচালানের পণ্য করেরহাট বাজারের কিরণ স্টোরের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় বলে অভিযোগ আছে। এই স্টোরের মালিক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কিরণ। অলিনগর এলাকার মাসুদ নামের এক ব্যক্তিও এই কারবারে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ।
এসব নিয়ে স্থানীয় বিজিবির কাছেও অভিযোগ দিয়েছেন এলাকার মানুষ। গত সোমবার ভারত থেকে পণ্য আনার সময় বিএসএফের গুলিতে জাহেদুল ইসলাম নামের ১৭ বছরের এক কিশোর মারা যায়।
বিজিবি’র স্থানীয় কর্মকর্তা জানান, নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছেন তারা। সীমান্তে চোরাচালান বন্ধে তারা তৎপর আছেন।
চোরাচালানকে ঘিরে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা