অনলাইন ডেস্ক
বিপিএলের স্বপ্নের ফাইনালে আজ মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল। বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। এই ফাইনাল দিয়েই বিপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার পর একাধিকবার ট্রফি জয়ের গৌরব অর্জনের সুযোগ সাকিব আল হাসান, ইমরুল কায়েসের সামনে।
আজকের ফাইনাল কার্যত কোটি টাকার ম্যাচ। ম্যাচ জিতলেই চ্যাম্পিয়নরা পাবে ১ কোটি টাকা পুরস্কার। রানার্সআপ দল ৫০ লাখ, ফাইনালের ম্যাচ সেরা ক্রিকেটার ১ হাজার ডলার, টুর্নামেন্ট সেরা ক্রিকেটার ২ হাজার ডলার অর্থ পুরস্কার পাবে।
কোটি টাকার ফাইনাল জিততে মরিয়া দুই দলই। অতীতে বিপিএল না জিতলেও এবার ট্রফির স্বাদ পেতে চান মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন, ‘আগেও ফাইনাল খেলেছি। ইনশাআল্লাহ এবার জিতবো।
বিপিএলে সবচেয়ে সফল দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কুমিল্লাকেই দুইবার চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। অতীতকে চাপ নয়, প্রেরণা হিসেবেই দেখছেন। আজ ফাইনালে জয়ই তার মূল্য লক্ষ্য। বলেছেন, ‘জিততে চাই, এটাই মূল লক্ষ্য।’
সাকিব আল হাসানের জায়গায় গতকাল ট্রফির ফটোসেশনে এসেছিলেন বরিশালের উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আজ টস করবেন কি-না জানতে চাইলে সোহান বলেচেন, ‘টস বিষয় না, ম্যাচ জিতলেই তো হলো।’
বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজনের কথায় স্পষ্ট, তিনি ট্রফির নেশায় বিভোর। বলেছেন, ‘ফাইনাল তো ফাইনালই। এটার ওপর তো কোনো কিছু নেই। লক্ষ্যটা অবশ্যই এক নম্বর হওয়ার।’
বিপিএলে এখনও ট্রফি জিতেনি বরিশাল। আজ কুমিল্লার তৃতীয় নাকি বরিশালের প্রথম শিরোপার উল্লাস ধরা দিবে মিরপুরে- তা দেখতেই কোটি ক্রিকেটপ্রেমী চোখ রাখবেন টিভির পর্দায়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা