রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১৩ নম্বর সেকশনের বি ব্লকের ৫ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে এই লাশ উদ্ধার করা হয়।
প্রতিবেশীরা জানান, এই ফ্ল্যাটে মো. বায়েজিদ তাঁর স্ত্রী অঞ্জনা ও তাঁদের উচ্চ মাধ্যমিক পড়ুয়া ছেলে নিয়ে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. বায়েজিদের বিভিন্ন ধরণের ব্যবসা ছিল। ব্যবসার কারণে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি।
কিন্তু কোনো ব্যবসাতেই লাভ করতে না পারায় ঋণ পরিশোধ করতে পারছিলেন না তিনি।
এদিকে ব্যাংক কর্তৃপক্ষ মো. বায়েজিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে। এ নিয়ে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন বায়েজিদ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে ফ্ল্যাটে গিয়ে লাশ উদ্ধার করেন পুলিশ। মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। সিআইডি ক্রাইমকে খবর দেওয়া হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা