অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের সুবিধার্থে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত উপবৃত্তি চালু করেছে সরকার। তবে সেই উপবৃত্তি প্রদানে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে নীলফামারীর জলঢাকা উপজেলার মিরগঞ্জ হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ উপবৃত্তির আবেদন ফরম পুরনের জন্য ১শ’ টাকা, উপবৃত্তি নিশ্চয়নের জন্য আরো ৩শ’ টাকাসহ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে চারশ’ টাকা আদায় করা হচ্ছে। উপবৃত্তি ছাড়াও পূর্বের প্রদান করা বিষয়ভিত্তিক ১৫০ টাকা পুনরায় আদায় করা হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে। এছাড়াও নানা আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তবে, অনিয়মের অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, কলেজের বিভিন্ন খাতে বাড়তি খরচ করতে হয়। তাই অতিরিক্ত টাকা আদায় করা হয়।
এদিকে, বোর্ড নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা আদায় করা বেআইনি বলে জানিয়েছেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন তিনি।
শিক্ষা বোর্ডের অধ্যাদেশ অনুযায়ী ভারপ্রাপ্ত একজন অধ্যক্ষের ছয় মাস দায়িত্ব পালনের কথা থাকলেও বর্তমান অধ্যক্ষ নিয়মের বাহিরে এক বছরের অধিক সময় এই পদে দায়িত্ব পালন করছেন বলেও অভিযোগ আছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা