মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ এর উদ্যোগে সেগুনবাগিচাস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিলে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ-এর সভাপতি সাংবাদিক বাদল চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (২ জানুয়ারি) পিঠা উৎসবে বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দসহ সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আনন্দঘন পিঠা উৎসবের সূচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ-এর সভাপতি সাংবাদিক বাদল চৌধুরী।
পরে উপস্থিত অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ জানান তিনি। এ সময় বক্তব্য রাখেন দৈনিক নওরোজ-এর বার্তা সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের সদস্য মো. মোশাররফ হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক জিহাদুর রহমান, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম, দৈনিক মাতৃভুমির খবর-এর সম্পাদক প্রকাশক রেজাউল করিম, জার্মানবাংলা২৪ডটকম-এর বাংলাদেশ বার্তাপ্রধান শামস রহমান, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম পিলু, মনসুর আহমেদ, জাফরুল আলম প্রমুখ ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ লালমনিরহাট সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক ও লাল সবুজের কথার সিনিয়র সহ সম্পাদক নির্মল বর্মন, অন্যালোক-এর সম্পাদক ও প্রকাশক পল্লব মাহমুদ এবং সাংবাদিক আলমগীর হোসাইন।
উল্লেখ্য, পিঠা উৎসবের দিনটিতে সাংবাদিক বাদল চৌধুরীর জন্মদিনও পালন করা হয়। ১লা জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তুক উৎসব উদযাপিত হওয়ায় একদিন পর পিঠা উৎসব ও সাংবাদিক বাদল চৌধুরীর জন্মদিন আজ ২ জানুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকলেই বাদল চৌধুরীর জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করেন ।
পিঠা উৎসব চলাকালে এসি বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস-এর (২৪) মৃত্যুর খবর আসে।
আগুন নিভাতে গিয়ে আহত হন সাংবাদিক নান্নু ও তার স্ত্রী। সাংবাদিক নান্নু ভাইয়ের পরিবারে দু:খজনক ঘটনায় শোক প্রস্তাব ও আহতদের সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠানের কার্যক্রম সংক্ষিপ্ত করা হয়।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা