বিজয়ের এই ডিসেম্বর মাসে ১৯৭১ পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ আমরাপেয়েছি। আর এই বিজয়ে মাসেই মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত হয়েছিল মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ (এমজেসিবি) নামের সংগঠনটি। মঙ্গলবার রাজধানী ঢাকায় বাংলাদেশ প্রেস কাউন্সিলে মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় মাসের আলোচনা শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্যে দিয়ে উন্নয়ন সাংবাদিকতা আর মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সংগঠনটি বিগত ৫ বছরে বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে ৬ষ্ঠবর্ষে পদার্পণ করল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ-এর সভাপতি সাংবাদিক বাদল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হক, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল লাল সবুজের কথার সম্পাদক নাসিমা আক্তার সোমা এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক এ, জিহাদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, প্রকৃত সাংবাদিকদের তালিকার কাজ করছি। এ জন্য সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতার আহ্বান জানান তিনি। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিডিয়াবান্ধব। তিনিও সাংবাদিকদের উন্নয়নে কিছু করতে চান, করেও যাচ্ছেন। তবে সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে কাজগুলো করলে প্রকৃত সাংবাদিকরা তাতে উপকৃত হবেন। আমরা একটু উদ্যোগী হলেই সাংবাদিকের কাঙ্ক্ষিত দাবি-দাওয়ার অধিকাংশই পূরণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের অতীত ঐতিহ্য আর মর্যাদা ধরে রাখতে হলে অবশ্যই সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য বলেন, মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ নামের এ সংগঠনটি যেভাবে তার সক্রিয় কার্যক্রম চালিয়েছে যাচ্ছে তাতে আমি খুবই আনন্দিত। এ জন্য সংগঠনের সংগ্রামী সভাপতি বাদল চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ-এর ধর্মবিষয়ক সম্পাদক শামস রহমান। এরপর অনুষ্ঠানে উপস্থিত সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠাণের মূল কার্যক্রম শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক রারজানা সুলতানা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হক, মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের সদস্য আতিকুর রহমান, নয়ন মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা