অনলাইন ডেস্ক
দারুসসালাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় সেনাবাহিনীর দারুসসালাম সেনা ক্যাম্পের একটি টহল দল তাদের দায়িত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনার সময় টোলারবাগ পানির ট্যাংকের সামনে মূল সড়কের ওপর তিনজন দুষ্কৃতকারী মিলে একজন ব্যক্তিকে বেধড়ক মারধর করতে দেখে। এ অবস্থায় সেনাবাহিনীর টহল দলের তাৎক্ষণিক হস্তক্ষেপে দুষ্কৃতকারীদের মধ্যে মো. আশিক (২২) নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তবে বাকি দুইজন পালিয়ে যায়।
আরও জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগী মো. আকতার হোসেন (৩৫) মারাত্মকভাবে নাক, কান ও মাথায় আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর টহল দলের সময়োচিত আগমনের কারণে একটি ভয়াবহ হত্যার ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরে আটক দুষ্কৃতিকারীকে আইনি কার্যক্রমের জন্য তাৎক্ষণিকভাবে দারুসসালাম থানায় পুলিশ প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা