রাজবাড়ীতে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহেন্দ্রর পাঁচ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার (১২ জানুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে সদর উপজেলার চরখানখানাপুরের বড় ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজবাড়ী সদরের আহলাদিপুর গ্রামের নায়েব আলীর স্ত্রী রাশিদা বেগম (৪০), তার মেয়ে তাসলিমা খাতুন (১৫), ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার আবদুর রফিক নান্নুর ছেলে ইমরান হোসেন রিফাত (২২), গোয়ালন্দ উপজেলার তুরাপ শেখের পাড়ার আশরাদ শেখের ছেলে মোস্তফা শেখ (৪৫)। তবে নিহত অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।
রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. মাসুদ পারভেজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, যশোর-বেনাপোল থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস সদর উপজেলার চরখানখানাপুরের বড় ব্রিজসংলগ্ন এলাকায় মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এরমধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
ওসি জানান, দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা