অনলাইন ডেস্ক
বিজ্ঞাপন , একক নাটক, চলচ্চিত্র সবখানেই নিজেকে মেলে ধরেছেন সুশ্রী অভিনয় শিল্পী মডেল মায়মুনা মম। এ বছর থেকে কাজ শুরু করেছেন একাধিক ধারাবাহিকে।
দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক মাশরাফি জুনিয়রে মায়মুনার চরিত্রটি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আবার চলছে মাছরাঙ্গা টেলিভিশনের ‘১০০ তে ১০০’ শিরোনামের ধারাবহিক। এছাড়াও নাগরিক টেলিভিশনে শুরু হতে যাচ্ছে মায়মুনার ‘’কর্পোরেট ভালোবাসা’’। আগামী তিন তারিখ থেকে শুরু হচ্ছে আরও একটি নতুন ধারাবাহিকের শ্যুটিং।
আসছে কোরবানির ঈদ উপলক্ষেও একাধিক নাটক নিয়ে ব্যস্ত মায়মুনা মম। পাশাপাশি চলছে উপস্থাপনা। খেলা নিয়ে চ্যানেল টি স্পোর্টসে শো করছেন নিয়মিত।
এদিকে তার উপস্থাপনায় শুরু হতে যাচ্ছে এনটিভির মিউজিক নাইট। সবমিলিয়ে দূর্দান্ত ব্যস্ত এই শিল্পী বলেন, নিত্য নতুন কাজে ডুবে থাকতেই আমার ভালো লাগে। আমি চাই এই ব্যস্ততা সবসময় অটুট থাকুক। মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর।