অনলাইন ডেস্ক
সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে প্রশাসনের কর্মকর্তাদের প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী আজ বলেছেন, আরও বেশি বেশি করে প্রচার করো, ফোর্স করো যাতে মানুষ মাস্ক ব্যবহার করে। মাস্ক ব্যবহার না করলে যতোই ভ্যাকসিন বলেন আর ওষুধ বলেন প্রোটেকশন কোনো কাজে আসবে না।’
এ সময় সচিব মাস্ক ব্যবহার নিয়ে জরিমানা আদায় করায় কাজ না হলে কঠোর শাস্তির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। সেক্ষেত্রে আরও সপ্তাহখানেক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে সরকার।
তিনি বলেন, আমরা বলেছি আরও এক সপ্তাহ দেখতে। জরিমানায়ও যদি মানুষ সচেতন না হয় তাদের আরও মোটিভেশন করুন, তারপর আরেকটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ঢাকায় গতকাল ৩৭টি জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এছাড়া বিভাগীয় কমিশনররা জানিয়েছেন, এক সপ্তাহ ধরে তারা বড় ধরনের জরিমানা করছেন। এখন হাজার টাকা, ৫০০ টাকা জরিমানা করছে। তবে এরপরও স্বাস্থ্যবিধি না মানলে সেটা বাড়িয়ে ৫ হাজার টাকা করে দিতে পারে। মোট কথা আমরার একটু কঠোর শাস্তি দিতে বলেছি। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বেশি করে মাস্ক সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে।’
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা