অনলাইন ডেস্ক
মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা দিন দিন বাড়ছে। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত আসবে। মানুষের জীবন আগে। জীবন না থাকলে জীবিকা দিয়ে কী হবে। প্রতিদিন সংক্রমণ বাড়ছে। গতি-প্রকৃতি দেখে প্রয়োজনে আরও কঠোর সিদ্ধান্ত। মাস্ক ব্যবহার করতে হবে সেটাই কঠোর সিদ্ধান্ত।’
মন্ত্রী বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী দেয়া হয়েছে। তিনি একজন ভালো মানুষ। তিনি জামালপুরের ইসলামপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আজ সন্ধ্যায় তার শপথ।’
মন্ত্রিসভায় আর কোনও পরিবর্তন আসছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে মন্ত্রিসভায় কোনও পরিবর্তনের কথা আমি জানি না। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদটা যেহেতু খালি ছিল সেটা পূরণ করা হয়েছে। এ সময় আর পরিবর্তন তাড়াতাড়ি হচ্ছে বলে মনে হচ্ছে না। খুব সহসাই পরিবর্তন হচ্ছে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী কানাডার বেগম পাড়ার বিষয়টি নজরে আনার পর থেকেই সক্রিয় হয়েছে সরকার। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদককে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করার নির্দেশ দিয়েছেন। দুদকের তদন্তে যাদের নাম বের হয়ে আসবে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা