অনলাইন ডেস্ক
কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রেইন স্ট্রোক ও হার্ট এটাকের পর গত ১০ জানুয়ারি থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে, গত ৩১ অক্টোবর তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে।
কাজী আনোয়ার হোসেনের চাচাত ভাই কাজী রওনাক হোসেন জানান, মরদেহ বুধবার বারডেমের হিমঘরে থাকবে। বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচার বাসায় মরদেহ নেওয়া হবে। শ্রদ্ধা নিবেদনের পর বাদ আসর বনানী কবরাস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। কাজী আনোয়ার হোসেন একাধারে ছিলেন অনুবাদক, প্রকাশক, চিত্রনাট্যকার। গানও গেয়েছেন তিনি। তবে সব কিছু ছাপিয়ে তার পরিচয় ছিল সেবা প্রকাশনীর প্রকাশক এবং এই প্রকাশনার সিরিজ মাসুদ রানার লেখক।
১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন কাজী আনোয়ার হোসেন। তার পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম ‘নবাব’। তার বাবা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মা সাজেদা খাতুন। সেবা প্রকাশনীর মাধ্যমে বাংলাদেশে পাঠক তৈরি অনন্য ভূমিকা পালন করে গেছেন কাজী আনোয়ার হোসেন। ষাটের দশকে তার তৈরি মাসুদ রানা ও কুয়াশা নামের দুটি চরিত্র আজও জনপ্রিয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা