অনলাইন ডেস্ক
শুক্রবার (২৪ অক্টোবর) দেশটির জাতীয় সংবাদ মাধ্যমে গুলোতে এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন ক্ষমতা হারানোর ভয়ে নিজের গদি বাঁচাতে করোনা কে ইস্যু করে জরুরি অবস্থা জারির কথা বলছেন। অব্যাহত লকডাউনে দেশের অর্থনীতি তলানিতে পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতি পূনরুদ্ধারে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য মিথ্যা অজুহাত দেখাচ্ছেন। করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় এখন জরুরি অবস্থা জারি হবে আত্মাঘাতী। আনোয়ার জরুরি অবস্থা ঘোষণার আগে সরকার কে তাদের বিভিন্ন মন্ত্রনালয়ের জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রকাশের দাবি জানান। তিনি আরো বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়নি।
সরকার গঠনের জন্য পর্যন্ত ১২২ আসনের সমর্থন রয়েছে বলে বেশ কিছুদিন ধরে এই দাবি করে আসছেন আনোয়ার ইব্রাহিম। গত সপ্তাহে দেশটির রাজার সাথে সাক্ষাৎও করেছেন তিনি।
ডঃ মাহাথির মোহাম্মদ চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী থাকাকালীন পদত্যাগ করেছিলেন যখন মুহিউদ্দিন তৎকালীন ক্ষমতাসীন পাকাতান হরপান জোট থেকে পদত্যাগ করেছিলেন। তখন মুহিউদ্দিন ইয়াছিন স্বরাষ্ট্র মন্ত্রী থেকে সরাসরি প্রধানমন্ত্রী বনে যান। আর এদিকে মাহাথির মোহাম্মদ কে তার দল ইউনাইটেড ইনডিজেনাস পার্টি অব মালয়েশিয়া (বারসাতু) থেকে বহিষ্কার করা হয়। তারপর প্রধানমন্ত্রীত্ব হারান মাহাথির মোহাম্মদ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা