অনলাইন ডেস্ক
এর আগে প্রথম লেগে ২-০ গোলে জয় পেয়েছিল ইন্টার। দুই লেগ মিলিয়ে তারা ৩-০ ব্যবধানে এগিয়ে ফাইনাল নিশ্চিত করে।
প্রথম লেগে হেরে যাওয়ায় গোলের কোনো বিকল্প ছিল না এসি মিলানের। এমন ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলা শুরু করে এসি মিলান। কিন্তু আদতে আজ ফিরতি লেগে দেখা গেল মিলানের শুধু তর্জন-গর্জনই সার! অগোছালো আক্রমণে চির ধরাতে পারেনি ইন্টারের ডিফেন্সে।
অবশ্য প্রথমার্ধে দারুণ দুটি সুযোগও আসে তাদের কাছে। কিন্তু কাজে লাগাতে পারেনি সাতবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। পঞ্চম মিনিটে এরনেনজোর শট ক্রসবারের বাইরে দিয়ে চলে যায়। পাঁচ মিনিট পর অলিভিয়ে জিরুদের ক্রস ঠেকাতে গিয়ে বলের নাগাল পাননি ওনানা। ফাঁকা জালে বল প্রায় পাঠিয়েই দিচ্ছিলেন ব্রাহিম দিয়াজ। প্রায় গোললাইন থেকে হেড করে ক্লিয়ার করেন মাত্তেও দারমিয়ান।
দ্বিতীয়ার্ধে তাদের হতাশা আরও বাড়িয়ে গোল করে বসে ইন্টার। রোমেলু লুকাকুর সঙ্গে ওয়ান-টু খেলে দারুণ এক শটে ইন্টারকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ। তাতেই শেষ হয় এসি মিলানের ফাইনালের আশা। শেষের দিকে রক্ষণ সামলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
২০০৯-১০ মৌসুমের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিল ইন্টার। সেবারই নিজেদের তৃতীয় ও শেষ শিরোপা জিতেছিল তারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা