ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিযেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে চালানো এ হামলা চালানো হয়। এতে ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন।
আলজাজিরা জানায়, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এই হামলায় জেনারেল সোলেইমানিসহ আরও ছয়জন নিহত হন।
ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গ্রুপগুলোর সমন্বিত সংগঠন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) মুখপাত্র আহমেদ আল-আসাদি জেনারেল সোলেইমানির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে।
সম্প্রতি ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলায় ২৫ যোদ্ধা নিহত হয়।। এর জের ধরে বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে টানা দুদিনের বিক্ষোভের পর এ হামলার ঘটনা ঘটল।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা