অনলাইন ডেস্ক
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, বাইডেন জানিয়েছেন মস্কো ইউক্রেন আক্রমণ করলে তিনি আমেরিকানদের উদ্ধারে সেনা পাঠাবেন না। এই অঞ্চলের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে বলে তিনি নাগরিকদের সতর্কও করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউক্রেনে থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
বাইডেন এনবিসি নিউজকে বলেন, ‘আমেরিকান নাগরিকদের এখনই চলে যাওয়া উচিত। আমরা বিশ্বের অন্যতম বৃহত্তম সেনাবাহিনীর সাথে মোকাবিলা করছি। এটি একটি ভিন্ন পরিস্থিতি এবং দ্রুত অবনতি হতে পারে।’
রাশিয়া ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সৈন্য মোতায়েন করেছে। তবে সৈন্য মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বারবার ইউক্রেনে হামলার বিষয়টি অস্বীকার করছে।
এদিকে ইউক্রেনে রুশ অভিযানের আশংকার মধ্যেই ১০ দিনের এক যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও বেলারুস। ইউক্রেন অভিযোগ করেছে রাশিয়া সাগরে প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে।
সৈন্য মোতায়েন প্রসঙ্গে ক্রেমলিন বলছে, ইউক্রেনকে যেন কখনও ন্যাটো সদস্য করা না হয় তারা পশ্চিমা দেশগুলোর কাছে রাশিয়া এর নিশ্চয়তা চায়।
রাশিয়া-ইউক্রেন ইস্যু নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বৃহস্পতিবার বলেছেন, গত কয়েক দশকের মধ্যে ইউরোপ এখন তার সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের সম্মুখীন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা