অনলাইন ডেস্ক
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান খান মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় এএসআই কিশোর সরকারের গুলিতে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত ও মাহিন উদ্দিন মহিম (৩৪) নামে আরেকজন আহত হয়েছেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ আহত মহিমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকার ৮ দিন পর ভোরে তার মৃত্যু হয়েছে। মহিম টাঙ্গাইলের মির্জাপুর থানার আজগানা দাবলা পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
অভিযুক্ত পুলিশের এএসআই কিশোর কুমার মন্ডলকে পরের দিন শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার শিমুলিয়া থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে ছয় রাউন্ড তাজা গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। এএসআই কিশোর কুমার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ চন্দ্র মন্ডলের ছেলে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা