অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ সাবেক প্রেসিডেন্ট ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক মারা গেছেন।
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১১ নভেম্বর) নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক ফাউন্ডেশন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বৈষম্য নিরসনে ভূমিকার জন্য বিশ্বজুড়ে ব্যাপক সুনাম তার।
১৯৯৩ সালে নেলসন ম্যান্ডেলার সাথে যৌথভাবে পান নোবেল শান্তি পুরস্কার। ২০১৮ সাল থেকে ফুসফুসের চিকিৎসা নিয়ে আসছিলেন ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক। চলতি বছর মার্চে তার মেসোথেলিওমা ধরা পড়ে।
আরোও পড়তে পারেন : থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে তীব্র সংঘর্ষ চলছে