অনলাইন ডেস্ক
শনিবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টায় রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রোববার (২১ মার্চ) দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার মাদারাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়া (আল-হাসেম একাডেমি) মাদ্রাসা সংলগ্ন মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে মামুনুল হককে প্রধান অতিথি করা হয়েছিল। স্থানীয় প্রশাসনের কাছ থেকে মাহফিলের অনুমতি নেওয়া হলেও সম্প্রতি শাল্লার ঘটনায় আইনশৃঙ্খলার রক্ষার স্বার্থে ওয়াজ মাহফিল বাতিল করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
অন্যদিকে, একই দিনে জেলার জামালগঞ্জ উপজেলার জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের আহ্বানে খাবিনুল কোরআন মহিলা মাদ্রাসা কর্তৃপক্ষ পূর্বনির্ধারিত সম্মেলন স্থগিত করেছে। সম্মেলনে মাওলানা মামুনুল হকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, শাল্লার ঘটনায় পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ওই মাহফিলের অনুমতি বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আলোচনা সাপেক্ষে অনুমতি দেওয়া হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা