অনলাইন ডেস্ক
সেন্টু মিয়া বলেন, আবাব আহমেদ রজবী ও মো. রুমাম শেখ নামে দুই ব্যক্তি বাদী হয়ে মামলা দুটি করেন। তারা মামলায় অভিযোগ করেন, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের সামনে আন্দোলনের নামে হেফাজতে ইসলামের লোকজন তাদের দুইজনের মোটরসাইকেল পুড়িয়ে দেয়। আন্দোলনের নির্দেশদাতা হিসেবে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে তারা এই মামলা দুটি দায়ের করেন। আবাব আহমেদ রিজভীর করা মামলার এজাহারে বলা হয়েছে, মামুনুল হকের হুকুমে হেফাজতের যুগ্ম মহাসচিব লোকমান হাকিম হাতে থাকা লোহার পাইপ দিয়ে অতর্কিতে তাঁর মাথায় বাড়ি মারেন। প্রাণ বাঁচাতে তিনি সরে যান। তখন আঘাতটি তাঁর পায়ে লেগে জখম হয়। আঘাতে তিনি মাটিতে পড়ে যান। এই অবস্থায় যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব ও নাসির উদ্দিন মনির হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করেন।
অপর মামলার বাদী রুমাম বলেন, ওই দিন তিনি নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষে তাঁকে প্রচণ্ড মারধর করা হয় এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে রাখা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
একই মামলায় হেফাজত ইসলামের আরও তিন সিনিয়র নেতাকে আসামি করা হয়েছে। তারা হলেন সংঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মাওলানা জুনায়েদ আল হাবিব ও নাছির উদ্দিন মনির।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা