অনলাইন ডেস্ক
একইসঙ্গে এ মামলার মূল আসামি মারা যাওয়ায় তাঁর আপিল বাদ দিয়েছেন আদালত।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ আজ বুধবার (৯ জুন) এই রায় দেন। আদালতে আসামি পক্ষে ছিলেন আব্দুর রেজ্জাক খান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
পুকুরে মাছের পোনা ছাড়াকে কেন্দ্র করে ১৯৯৪ সালে নওগাঁর কেসাই গ্রামে টগর নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় হওয়া মামলায় আসামি ছিলেন ১৯ জন। ২০০৫ সালের ১০ জুলাই মূল আসামি ডা. নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন নওগাঁর আদালত। আর বাকি ১৮ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।
২০২০ সালের ২৮ নভেম্বর নুরুলের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেন হাইকোর্ট। বাকি ১৮ জনের সাজাও বহাল থাকে। এর মধ্যে মূল আসামি নুরুল ইসলাম মারা যান। পরে মামলাটি চলে আসে আপিল বিভাগে। সবশেষ শুনানি নিয়ে সেই মামলার সব আসামিকে ২৭ বছর পর খালাস দিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আসামিদের খালাস দেওয়ার কারণ জানতে চাওয়া হলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, তাদের খালাস দেওয়া সংক্রান্ত তথ্য রায় প্রকাশের পর জানা যাবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা