অনলাইন ডেস্ক
আইএমএফ থেকে ঋণ নিয়ে দেশের মানুষের ওপর আবারও ঋণের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নিজেরা টাকা পাচার করে উল্টো জনগণের কাঁধে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছেন ক্ষমতাসীনরা
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, নতুন করে মামলা ও গ্রেফতারের পুরোনো খেলায় মেতেছে সরকার। কারণ তারা ভয় পেয়েছে।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, বিএনপির আন্দোলন ভিন্নদিকে প্রবাহিত করতে নতুন ষড়যন্ত্র করছে আওয়ামীলীগ। গুম হওয়া পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ এর মতো ‘মায়ের কান্না’ সংগঠন গড়ে তোলা সুদূরপ্রসারী চক্রান্তেরই অংশ।
সরকারকে হুঁশিয়ার করে দলটির নেতারা জানান, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিটি ফ্যাসিবাদের পতন ঘটেছে।
আরোও পড়তে পারেন : বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি শীর্ষ মার্কিন সংস্থাগুলোর