অনলাইন ডেস্ক
নিহতরা হলেন, নয়ন মিয়া (১৮)। সে ঘিওর উপজেলার বড়টিয়া গ্রামের আবুল বাশারের ছেলে এবং ঘিওর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। অপরজন হাসিবুল হাসান (১৫)। সে শিবালয় উপজেলার প্রবাসী আব্দুল কাদেরের ছেলে এবং সে টাঙ্গাইল ক্যাডেট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
নিহত নয়ন মিয়ার পরিবার জানায়, শনিবার (২৭ জুন) দিবাগত রাত ৮টার দিকে পাশের এক বাড়ির ডিসের লাইন মেরামত করে ফেরার সময় তাকে সাপ কামড় দেয়। প্রথমে বিষয়টি নয়ন ও তার পরিবারের সদস্যরা গুরুত্ব দেয়নি। পরে তাকে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড় ফুঁক দেওয়া হয়। তারপরও অবস্থা খারাপের দিকে গেলে রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, শিবালয় উপজেলার দিয়ারচর শাকরাইল গ্রামে শনিবার বিকালে হাসিবুল ঘুড়ি ওড়াতে গেলে সাপে কামড় দেয়। তাকেও প্রথমে ওঝার মাধ্যমে ঝাঁড় ফুক দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে সাপের কামড়ের ভ্যাকসিন না থাকায় তাকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে এ্যাম্বুলেন্সেই মারা যায় হাসিবুল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা