নাসিমা সোমা
মানসম্মত জীবন যাপনের জন্য সাংবাদিকদের বেতনভাতা নিশ্চিত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ।
‘অনেক মিডিয়া হাউজের মালিক ও প্রকাশকরা সাংবাদিকদের ঠিকমতো বেতনভাতা দেয় না। একটি মানসম্মত জীবন যাপনের জন্য তাঁদের বেতনভাতা ও অন্যান্য সুবিধাদি নিশ্চিত হওয়া প্রয়োজন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের চুক্তির মেয়াদ আরও একবছর বৃদ্ধি পাওয়া নিয়ে লাল সবুজের কথা ডট কমের সাথে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
গত পাঁচ বছরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি বলেন, পাঁচ বছরে প্রেস কাউন্সিলকে একটি সম্মানের জায়গায় নিয়ে যেতে চেষ্টা করেছি। সাংবাদিকদের সম্মানিত করার চেষ্টা করেছি কারণ, প্রেস কাউন্সিল সাংবাদিকদের জায়গা। সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে ভারত ও নেপালের সাথেও আমাদের চুক্তি হয়েছে। আমাদের সাংবাদিকরা এখন নেপাল ও ভারতে সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে।
সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন পেশায় মান নির্ধারণের জন্য যেমন নিবন্ধন পরীক্ষা রয়েছে। সাংবাদিকতায় তা নেই। তাই আমার দাবী হচ্ছে একটা সর্বনিম্ন যোগ্যতা যাচাইয়ের ব্যবস্থা থাকতে হবে এবং রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে। তাহলে পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি পাবে।
তিনি অনলাইনে সাংবাদিকদের একটি তালিকা তৈরির বিষয়েও জোর দেন এবং বলেন, বাংলাদেশে মোট কতজন সাংবাদিক রয়েছে তার সঠিক কোন পরিসংখ্যান নেই। তাই ডাটাবেজ একটি পরিসংখ্যান খুবই প্রয়োজন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিচাপতি মমতাজ উদ্দিনকে প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী তার চুক্তির মেয়াদ গত ২২ আগস্ট অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বর্ধিত করা হল।
২০১৪ সালের ৪ অগাস্ট তিন বছরের চুক্তিতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ পান মমতাজ উদ্দিন। এর পর ২০১৭ সালের ২২ আগস্ট চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছিল।
এ নিয়োগের ক্ষেত্রে আগের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় সরকারের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা