মাগুরায় সবুজ আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপন ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে শাহাবুদ্দিন মিয়া শিক্ষা বৃত্তি ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর। অনুষ্ঠান উদ্বোধন করেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। তিনি বলেন, জলবায়ু সমস্যা এখন দেশে প্রকট আকার ধারণ করেছে। বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছ বিতরণ করে বলেন সারা পৃথিবীর সকল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে হবে তবেই আগামীর পৃথিবী বসবাসের উপযোগী থাকবে।
তিনি সংগঠনের প্রধান উপদেষ্টা শাহাবুদ্দিন মিয়াকে বিশেষ ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনসার্চ, মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন,ইউপি সদস্য কাজী আব্দুর রউফ, মাওলানা মোহাম্মদ জিন্নাহ, মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী, জাহিদুল ইসলাম জুয়েলসহ প্রমুখ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা