অনলাইন ডেস্ক
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জেলার মঘীরঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মাগুরা-যশোর মহাসড়কের মঘি এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা যশোরগামী চাকলাদার পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের যাত্রীবাহী অপর একটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে চাকলাদার পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। একইসময়ে দ্রুত গতিতে আসা একটি মাইক্রোবাসের সঙ্গেও সোহাগ পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে নরসিংদীর সিকান্দার ও বাসের সুপারভাইজার আমিনুলের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, মঘিরঢাল এলাকায় দুই বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসে আরও অনেকে আটকা পড়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা