নভেম্বর মাসে সারাদেশে ১৪৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এতথ্য দিয়েছে সংগঠনটি।
মহিলা পরিষদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদ অনুসারে ২০১৯ সালের নভেম্বর মাসে মোট ৩৯২ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ১৪৯ টি। এরমধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ২৪ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫ জনকে। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৩ জনকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্লীলতাহানির শিকার হয়েছে ৫ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছে ১৪ জন। এসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ১ জন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ১৫ টি। নারী ও কন্যাশিশু পাচারের শিকার হয়েছে ২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন কারণে ৫১ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং আরও ৮ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে ৯ জন, তন্মধ্যে হত্যা করা হয়েছে ৩ জনকে।
রিপোর্টে দেখা যায়, নভেম্বর মাসে উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৯ জন তন্মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে ৪ জন। বিভিন্ন নির্যাতনের কারনে ১১ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। বাল্যবিয়ে প্রতিরোধ করা হয়েছে ১৬ টি। শারীরিক নির্যাতন করা হয়েছে ১৮ জনকে। বে-আইনি ফতোয়ার ঘটনা ঘটেছে ১ টি। এছাড়া অন্যান্যরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
আরও পড়ুন : নারী নির্যাতনের ঘটনার বিচারের ঘটনার শিকার নারীর স্বীকারোক্তিই যথেষ্ট : ফওজিয়া মোসলেম
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা