অনলাইন ডেস্ক
করোনা ভাইরাসের দাপটে মহারাষ্ট্রের পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে বিজয় বল্লভ কোভিড হাসপাতালে ভয়াবহ আগুনের গ্রাসে প্রাণ হারিয়েছেন ১৩ জন রোগী। জানা গেছে, ভোর সাড়ে তিনটে নাগাদ হাসপাতালের আইসিই-তে আগুন লাগে।এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সরকারিভাবে এখনও কিছু জানা যায়নি। কিন্তু সূত্রের খবর, শর্ট সার্কিটের কারণেই আইসিইউ-তে আগুন ধরে যায়।
জেলা বিপর্যয় নিয়ন্ত্রণ সেলের প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছেন যে, আইসিইউ-র এসি ইউনিটে বিস্ফোরনের পরই আগুন ধরে যায়। ভাসাই বিরার পুরসভার দমকল বিভাগ এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বিজয় বল্লভ হাসপাতালের প্রধান নির্বাহী দিলিপ শাহ শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে প্রায় ৯০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।
যদিও রোগীদের আত্মীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই আগুন। যাদের গাফিলতিতে এই বিপর্যয়, তাদের কঠোর শাস্তি দাবি করেছেন তাঁরা। মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকাল থেকে প্রায় ৬৭ হাজার নতুন করে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়েছে। দেশে করোনার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এই রাজ্যেই।
উল্লেখ্য, দুদিন আগেই মহারাষ্ট্রে নাসিকে একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে বেঘোরে প্রাণ হারিয়েছিল ১৪ জন রোগী। ট্যাঙ্কারে অক্সিজেন লিক হওয়ায় ভেন্টিলেটর বেডে থাকা রোগীরা অক্সিজেনের অভাবে প্রাণ হারান। ওই সময় ওই হাসপাতালে ১৫০ জন রোগীর অক্সিজেন বেডে ও অন্যান্য রোগীদের ভেন্টিলেটর বেডে চিকিৎসা চলছিল।
সেই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই মহারাষ্ট্রের আর এক হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ১৩ কোভিড আক্রান্ত।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা