শেখ মোঃ শিমুল, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ থেকে এলাকার মানুষকে সুরক্ষার্থে জীবাণুনাশক স্প্রে ছিটানোর মহতি এই কাজে নেমেছেন সাংবাদিক মাহাবুব আলম বাবু। তার এ উদ্যোগকে সাগত জানিয়েছেন অনেকে। সম্পূর্ণ নিজ উদ্যোগে অনেকগুলি স্প্রেগ্যান দিয়ে নিজে ও লোক দিয়ে মুন্সীগঞ্জ শহরের প্রধান সড়কের রাস্তা, ঔষধের দোকানের অাঙ্গীনা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পাড়া-মহল্লায় ছিটানো হচ্ছে এ জীবাণুনাশক স্প্রে। এছাড়াও অনেক এলাকায় স্প্রে করার উদ্যোগি ব্যক্তিদেরও তিনি স্প্রেগ্যান দিয়ে সহযোগিতা করছে। মাহাবুব আলম বাবু মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক। মুন্সীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা হয়েও তিনি তার নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার মানুষের সুরক্ষায় কাজ করছেন।
মাহাবুব আলম বাবু বলেন, দেশের এ কঠিন সময়ে এলাকার মানুষের পাশে থাকা ও তাদের জন্য কিছু করতে পাড়া এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। গত ২৬ মার্চ থেকেই এ কাজ শুরু করেছি। করোনার এই সময়টি পাড় না করা পর্যন্ত এ জীবাণুনাশক স্প্রে ছিটানোর কাজ চলমান থাকবে। এছাড়াও এলাকার দরিদ্র ও স্বল্প আয়ের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টাও রয়েছে। এলাকার কারো কিছু প্রয়োজন হলে আমাকে নির্দিধায় জানালে আমি আমার সাধ্যমতো সহযোগিতা করে যাবো।
তিনি আরো বলেন, আমি মনে করি, আমি একা ভালো থাকতে পারবো না। যদি না আমার আশে-পাশের মানুষ ভালো থাকে। তাই সবাইকে ভালো ও সুস্থ্য রাখার জন্যই এ চেষ্টা করে যাচ্ছি।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা