রাজধানীর আজিমপুরে মসজিদের খাদেম মো. হানিফ শেখ (৩০) হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুলের বাবার নাম শফিকুল। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার মশাই গ্রামে।
সাইফুলকে গ্রেপ্তারের বিষয়টি আজ মঙ্গলবার সকালে নিশ্চিত করেন পিবিআই’র ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।’
উল্লেখ্য, গত বুধবার (৩ জুলাই) লালবাগ থানার আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদের একটি কক্ষের বারান্দা থেকে হানিফ শেখের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় হানিফের শ্বশুর জাকির শেখ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে লালবাগ থানায় গত ৪ জুলাই একটি হত্যা মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় সাইফুল ইসলামকে। এছাড়া মামলার অন্য আসামিরা হলেন–মসজিদের খাদেম ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শালন্দী গ্রামের বাহার উদ্দিন (৫৫), মো. ফরিদ আহমেদের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে এবং নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ (৪৫)।
NB: This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা