অনলাইন ডেস্ক
শরীফ আজহার মসজিদুল হারামের কর্মী হিসেবে কাজের সুযোগ পাওয়ার প্রথম দিকের গল্প শুনিয়েছেন সৌদি সংবাদমাধ্যমটিকে। তিনি বলেন, ১৮ বছর আগে বিন লাদেন কোম্পানির মাধ্যমে সৌদি আরবে এসেছিলাম, এরপর বন্ধুর সহযোগিতায় মসজিদুল হারামে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের সুযোগ পাই
শরীফ আজহার বলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করি, তবে রমজান এবং হজের মৌসুমে কাজের পরিমাণ বেড়ে যায়। কাজ শেষে ইবাদতে মগ্ন হওয়ার সুযোগ পাই। এতে করে অন্তরে প্রশান্তি লাভ করি।
মসজিদুল হারামে দীর্ঘ সময় ধরে কাজের সব থেকে স্মরণীয় মুর্হুত সম্পর্কে তিনি বলেন, একবার হারামের এক ইমামকে জমজমের পানি পান করানোর সুযোগ হয়েছিলো। ইমাম অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার কাছ থেকে পানি গ্রহণ করেছিলেন এবং পান করেছিলেন। ইমামের হৃদ্যতা ও আন্তরিকতা আমি কখনো ভুলবো না।
বাংলাদেশের এই পরিচ্ছন্নতাকর্মী আরও বলেন, এখানে কাজ করার সব থেকে বড় উপকার হলো, একাগ্রতার সঙ্গে ইবাদত করা যায়। তিনি জানান, এই দীর্ঘ সময়ের মধ্যে আমি আমার মা-বাবাকে মসজিদুল হারাম জিয়ারত করাতে পেরেছি, মসজিদুল হারামের কর্মী হিসেবে যা আমার জীবনের সব থেকে বড় পাওয়া।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা