রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে বৃষ্টি হচ্ছে। দিবাগত রাত ১টা থেকে এ হালকা বৃষ্টিপাত শুরু হয়।
রাজধানীতে রাতে গুড়িগুড়ি বৃষ্টি হলেও সকালে একদফা ভারি বৃষ্টি হয়। উত্তরাঞ্চলের নাটোর, গাইবান্ধা, জয়পুরহাট, রংপুর ও আশপাশের জেলাগুলোতে কনকনে শীত নেমেছে, সাথে ঠান্ডা বাতাসের ফলে দুর্ভোগ বেড়েছে মানুষের।
আবহাওয়া অফিস জানায়, আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ও রাতের তাপমাত্রা কমতে পারে।
দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা ৪র্থ
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে মধ্যরাত থেকে দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে ৫ জানুয়ারির পর থেকে দেশের অধিকাংশ স্থানেই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুউদ্দিন আহমেদ জানিয়েছিলেন যে ৩, ৪ ও ৫ জানুয়ারি সারাদেশে বৃষ্টি শুরু হবে এবং তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি পর থেকে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসবে। ১০ জানুয়ারির পর মাসের মাঝামাঝি একটি মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হবে-ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস। মাসের শেষদিকে আসবে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ। তখন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসেরও নিচে চলে আসতে পারে।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেুঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে ঢাকার তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা