অনলাইন ডেস্ক
শেষ দিনের প্রচারণায় সরগরম ময়মনসিংহ সিটি করপোরেশন এবং কুমিল্লা নগরীর মেয়র পদে উপনির্বাচনের ভোটের মাঠ। আজ মধ্যরাতে প্রচারণার সময় শেষ হবে। শেষ মুহূর্তে তাই ভোটারদের কাছে ছুটছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আশ্বাস দিচ্ছেন উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি পূরণের।
ময়মনসিংহ সিটি নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনের ভোট হবে শনিবার। এই দুই নগরে প্রচারণা শেষ হবে আজ মধ্যরাতে। তাই শেষ সময়ের ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
ময়মনসিংহে বৃহস্পতিবার সকালে ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু গণসংযোগ করেন নগরীর শম্ভুগঞ্জ বাজার, চরকালীবাড়ী, মুক্তিযুদ্ধ আবাসনে। হাতি প্রতীকের মেয়র প্রার্থী সাদিকুল হক খান নগরীর রুটি ওলাপাড়া ও শেওড়া এলাকায় গণসংযোগ করে ভোটারদের উন্নয়নের নানা প্রতিশ্র“তি দেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ এহতেশামুল আলম নগরীর গুলকিবাড়ী ও কলেজরোড এলাকায় প্রচারণা চালিয়েছেন।
শেষ সময়ে ভোটারদের কাছে ছুটছেন কাউন্সিলর প্রার্থীরাও। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
এদিকে, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। সকালে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও হাতি প্রতীকের মেয়র প্রার্থী নুর উর রহমান মাহমুদ তানিম প্রচারণা চালান নগরীর চর্থা, থিরাপুকুরপাড়, নোয়াববাড়িসহ এলাকায়। টেবিলঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু প্রচারণা চালিয়েছেন দক্ষিন চর্থা, দিগাম্বরিতলা, নানুয়ার দীঘিরপাড়সহ বিভিন্ন এলাকায়। আরেক প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এনেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। এদিকে, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সুচনা প্রচারণা চালান নগরীর স্টেডিয়াম, উজিরদীঘির পাড়, রাজবাড়িসহ আশপাশের এলাকায়। এসময় তিনি ভোটারদের বাস প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া এ উপনির্বাচনে নগরীর ২লাখ ৪২ হাজার ভোটার ইভিএমে ভোট দিবেন।