অনলাইন ডেস্ক
অপেক্ষা শেষ হচ্ছে জেলেদের। রাত ১২টার পর জেলেরা আবারও ইলিশ শিকার করতে পারবেন। সেই প্রস্তুতি নিতে ব্যস্ত এখন জেলেরা।
ইলিশ শিকারের জন্য মতলবের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত চাঁদপুরের ৭০ কিলোমিটার এলাকায় রয়েছে অর্ধলক্ষাধিক জেলে। মাছ শিকারে সরকারের নিষেধাজ্ঞার সময় সরকারের দেয়া সহায়তায় পরিবারের খরচ যোগাতে অনেকেই বিপাকে পড়ে। তাই বাধ্য হয়ে নিয়েছে ঋণ সহায়তা। কাঙ্খিত মাছ না পেলে ঋণ শোধ করা নিয়ে বিপাকে পড়বে। তা নিয়েও আছে চিন্তা।
নানা প্রতিকূলতার মধ্যে দিয়েও মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর করা সম্ভব হয়েছে বলে জানালেন চাঁদপুর নৌ পুলিশ সুপার কর্মকর্তা কামরুজ্জামান ।
নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় এবারে ইলিশ উৎপাদনের লক্ষ্য পূরণ হবে বলে মনে করেন ইলিশ গবেষক ড. আনিসুর রহমান।
পিরোজপুরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে প্রায় অর্ধলক্ষ জেলে। এবছর সাগর-নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এমন স্বপ্ন দেখছেন জেলেরা। তাই মাছ ধরতে যাবার ব্যস্ততা জেলে পাড়ার সর্বত্র। ভক্সপপ- জেলেরা।
অন্যান্য বারের চেয়ে এবার ইলিশ উৎপাদন বাড়বে বলে আশা করছেন পিরোজপুর জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা