বাণিজ্যিক সেবা শুরুর এক বছর পর মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় দেশের টেলিভিশনগুলোর সম্প্রচারের ব্যবস্থা করেছে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট।
দেশের একমাত্র স্যাটেলাইটটি এ জন্য থাইল্যান্ডের থাইকম-৬ স্যাটেলাইটের সহায়তা নিচ্ছে ।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচারের মাধ্যমে গত সপ্তাহে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
’এখন অন্যান্য বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো চাইলে এ সেবা নিতে পারবে- বলে উল্লেখ করেন বিসিএসসিএল চেয়ারম্যান।
বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনাকারী কোম্পানির এ উদ্যোগের ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত এক কোটি বাঙালি আবার বাংলাদেশের চ্যানেল দেখতে পাবেন।
আগের স্যাটেলাইটের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় গত বছরের অক্টোবরের পর থেকে এসব দেশে বাংলাদেশের কোনো টেলিভিশন আর দেখা যাচ্ছিল না।
শাহজাহান মাহমুদ জানান, সমস্যা সমাধানের জন্য তারা একটি উন্মুক্ত দরপত্র আহবান করেন। এ প্রক্রিয়ায় থাইকম কাজটি পায়।
আগে থেকে থাইকম বিদেশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম দেখার জন্য বিসিএলসিএলের সঙ্গে চুক্তি করে। যদিও বঙ্গবন্ধু-১ বিদেশ থেকে এখন পর্যন্ত কিছু আয় করতে পারেনি।
২০১৮ সালের মে মাসে বঙ্গবন্ধু-১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। সব মিলে বাণিজ্যিক সেবা শুরু করতে আরও এক বছর লেগে যায়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা