অনলাইন ডেস্ক
রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় দুইজন সাংবাদিক আহত হয়েছেন। বিস্ফোরণস্থলের ঠিক উপরে তিনতলায় তারা অফিস করছিলেন।
আহত দুই সাংবাদিক হলেন—অনলাইন নিউজ পোর্টাল অপরাজেয় বাংলার সম্পাদক মাহমুদ মেনন খান ও নির্বাহী সম্পাদক পলাশ মাহবুব। আহত হওয়ার খবর সাংবাদিক পলাশ মাহবুব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।
বিস্ফোরণের পর জানালার কাচ ভেঙে তাদের শরীরের বিভিন্ন অংশে লেগেছে। তাদের সঙ্গে আহত হয়েছেন ওই অফিসের কর্মকর্তা উজ্জ্বল দাস। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় পাঠানো হয়েছে।
প্রতক্ষ্যদর্শীদের মধ্যে কয়েকজন প্রাথমিকভাবে ধারণা করেন, শর্মা হাউস নামের রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এর ফলে ভবনের বিদ্যুতের জেনারেটরেও বিস্ফোরণ ঘটে। এরপর আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে।
ওদিকে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার সংবাদমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ ১৩ টি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ ফোন করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ।